Advertisement

Breaking News
Join This Site

Real Earn Money

প্রকাশ্যে প্রেমিকার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল..., মা করলেন ভিডিও

প্রকাশ্যে প্রেমিকার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল..., মা করলেন ভিডিও

প্রকাশ্যে প্রেমিকার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল..., মা করলেন ভিডিও



 
ক্রিকেট মাঠে সাধারণ ব্যাট-বল নিয়ে খেলা করতে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডের লিডসের রাউন্ডহে পার্কে যে খেলা হলো তা হয়তো কেউ ভুলেও ভাবেনি। যদিও ক্রিকেট খেলা করতেই সেখানেও ভিড় জমায় খুদে ক্রিকেটাররা। রবিবার সেই ভিড় ছিল আরও বেশি। কিন্তু হঠাৎ সেখানেই পিচের উপর দিনের আলোয় সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল। যা সাধারণত ভাবতেও পারে না মানুষ, সেই কাজই করে দেখাল তারা। 

ভিডিওটি দেখুন

শুধু তাই নয়, কাহিনীতে আরও চমক রয়েছে। ওই যুবকের অভিভাবকও উপস্থিত ছিলেন মাঠেই। ছেলের কাণ্ড দেখে হতবাক তাঁরা। তাদের কীর্তি রুখতে এগিয়ে যান যুবকের বাবা। ছেলেকে টেনে তোলার চেষ্টা করেন। হুঁশ ফেরাতে চড়ও দিয়ে বসেন। কিন্তু কোথায় কী! জ্ঞান-বুদ্ধি তখন সবই হারিয়েছে ছেলে। অন্তরঙ্গ মুহূর্ত যে প্রকাশ্যে এসে পড়েছে, তা তখন তার মাথাতেই নেই। এদিকে এমন কাণ্ডে রাগে ও লজ্জায় পুলিশকেই ফোন করে বসেন যুবকের বাবা। আর এসব ঘটনাই ক্যামেরাবন্দি করেন যুবকের মা। পরে পুলিশকে তিনি জানান, ছোট-ছেলেমেয়েদের সামনেই যৌন মিলনে লিপ্ত হয় যুগল। একবার নিষেধ করায় খানিকক্ষণ থামলেও ফের একই কাজ করে তারা।

collected