ধুতি খুলে অক্ষয়ের এ কী কাণ্ড, লজ্জায় লাল মৌনি!
ধুতি খুলে অক্ষয়ের এ কী কাণ্ড, লজ্জায় লাল মৌনি!
গত বছরের ডিসেম্বরে গোল্ডের শ্যুটিং শেষ হওয়ার পর ধুতি পরেই চেয়ারের উপর ডিগবাজি খেয়ে সকলকে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার
আগামী সপ্তাহে ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘গোল্ড’। সেই গোল্ডেরই ‘মনোবিনা’ গানটি মুক্তি পেয়েছে ৭ আগস্ট মঙ্গলবার। যেখানে দেখা যাচ্ছে একটি পার্টিতে বাঙালি বৌ মৌনির সঙ্গে নাচতে দেখা যাচ্ছে অক্ষয়কে। নাচের মধ্যেই চেয়ারের উপর পা রেখে কিছুটা পায়ের উপর কিছুটা ধুতি তুলে সেক্সি পোজও দিতে দেখা গেছে অক্ষয়কে। সব মিলিয়ে বেশ জমে গেছে ‘গোল্ড’ ছবির মনোবিনা গানটি।