Advertisement

Breaking News
Join This Site

Real Earn Money

পরা ছেড়ে দিন অতিরিক্ত টাইট ব্রা

পরা ছেড়ে দিন অতিরিক্ত টাইট ব্রা

পরা ছেড়ে দিন অতিরিক্ত টাইট ব্রা 
ব্রা বা নারীদের অন্তর্বাস যত ফিটিং হবে ততই ব্রেস্টের শেপ সুন্দর দেখতে লাগবে- এমনটাই ধারণা অধিকাংশ নারীদের। অনেকে ক্লিভেজেটি যাতে স্পষ্ট বোঝা যায়, তারজন্যও টাইট ব্রা পরেন। কিন্তু বাড়ি ফায়ার আসার পর দমবন্ধ ভাব, ব্রেস্টে চুলকানি বা র্যাশ বা ব্যাথা অনুভব করা
– এগুলি হলো অতিরিক্ত টাইট ব্রা পরার ফলাফল। কিন্তু অতিরিক্ত টাইট ব্রা যে শুধুই নারীদের অস্বস্তির কারণ হয় তা নয়, এটি নানাভাবে নারী শরীরকে ক্ষতি করতে পারে। জেনে নিন কিভাবে ক্ষতি করে টাইট ব্রা।
১. যাদের স্তন ভারী এবং ঠিকঠাক সাইজের ব্রা না পরেন , তাদের পিঠে ব্যাথা অনুভূত হয়। ভুল সাইজের ব্রা বুকে প্রচন্ড চাপ দিতে থাকে। তাছাড়াও ভারী স্তনের কারণে পিঠ সামনের দিকে ঝুঁকতে থাকে। এছাড়াও ব্রায়ের জন্য চাপ পড়লে কোমরের পাঁজরেও ব্যাথা হয়।
২. ব্রা টাইট হলে স্তনে রক্তসঞ্চালন ঠিকমতো হতে পারেনা, ফলে ব্যাথা সৃষ্টি হয়।
৩. কাঁধ ও ঘাড়ে ব্যাথা হয় যদি অতিরিকল্য টাইট ব্রায়ের স্ট্র্যাপ কাঁধে চাপ সৃষ্টিই করে।
৪. লিমফ বাহিকায় ব্লকেজ: ব্রায়ের অতিরিক্ত চাপে লোমফ ভাল্ভ এবং ভেসেলেও চাপ পরে।
৫. অতিরিক্ত ফিটিং ব্রা স্তনের লিগামেন্টেও খারাপ প্রভাব ফেলে. যার ফলে ব্যথা হয় এবং স্তন ঝুলে যায়।
৬. অতি টাইট ব্রা স্তনের বাজে বাজে চুলকুনি এবং rash সৃষ্টি করে।
collected from zoom bangla