ঢাকার টেলিছবিতে কলকাতার শ্রীলেখা
কলকাতা বাংলা ছবির অন্যরকম হট ,ড্যাশিং এবং সেক্সি নায়িকা শ্রীলেখা মিত্র আসছেন ঢাকার ছবিতে কাজ করতে ।
তিনি অবশ্যই এখন আগের মত ছবিতে কাজ করেন না ।তবে ঢাকার ছবির গল্পটা পছন্দ হওয়াতে তিনি অভিনয় করার আগ্রহ দেখিয়েছেন ।তিনি কলকাতার অনেক বড় পর্দায় এবং ছোট পর্দায় কাজ করেছেন ।
তার অভিনয়ের জুরি নেই । তার হাস্যউজ্বল মুখ এবং সেক্সী ফিগার দর্শকদের বিমোহিত করে তুলে ।
তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করে বাংলার মানুষকে কিছু একটা দিয়ে যেতে চান । তার জন্মস্থান মাদারীপুর ।মাঝে মধ্যেই স্বামী-সন্তানদের নিয়ে এদেশে বেড়াতে আসেন ।