Advertisement

Breaking News
Join This Site

Real Earn Money

 জেনে নিন সেই নওমির আসল পরিচয় আসলে কে সে ?

জেনে নিন সেই নওমির আসল পরিচয় আসলে কে সে ?

 জেনে নিন সেই নওমির আসল পরিচয় আসলে কে সে ?



নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরুর সাথে ফোনে কথোপকথনের অভিযোগে ব্যারিস্টার মিজানুর রহমান নওমিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৫ আগস্ট) ভোররাতে কুমিল্লার বরুড়া উপজেলার পৌর এলাকার দেওড়া গ্রামের পুরান নীর বাড়ির (ফুফুর বাড়ি) থেকে তাকে আটক করা হয়।
নওমি লন্ডনে আইন বিষয়ে লেখাপড়া করেছে। তবে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলছেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নেয়া হচ্ছে।’ আটককৃত ব্যারিস্টার মিজানুর রহমান নওমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজের ছেলে। সিদ্দিকুর রহমান সুরুজ সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র নেতা ।
জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক ছাত্রের অডিও ফোনালাপ ভাইরাল হয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অডিও ক্লিপটি আন্দোলনের সপ্তম দিন গতকাল শনিবার ফেসবুকে ভাইরাল হয়। ওই অডিওতে নওমিকে ঢাকায় আন্দোলনে সক্রিয় হতে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ঘটনায় তার বিরুদ্ধে নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর রোববার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে নওমিকে আটক করে।
নওমির বাবা ছিদ্দিকুর রহমান সুরুজ জানান, ভোরে ডিবি পুলিশ পরিচয়ে নওমীর খোঁজে তার উনাইসারের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে তাকে না পেয়ে তারা চলে যান। পরে তাকে তার ছোট বোনের (নওমির ফুফু) বাড়ি থেকে সকাল ৭ টার দিকে আটক করে নিয়ে যাওয়া হয়।