Advertisement

Breaking News
Join This Site

Real Earn Money

এবার গানও যৌনতায় মাত্রা ছাড়াল ‘চরিত্রহীন’

এবার গানও যৌনতায় মাত্রা ছাড়াল ‘চরিত্রহীন’

          এবার গানও যৌনতায় মাত্রা ছাড়াল ‘চরিত্রহীন’



সদ্য মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’-এর ট্রেলার। যা রিলিজের সঙ্গে সঙ্গে তৈরি করেছে বিতর্কে। যদিও যৌনতা এখানে এসেছে স্বাভাবিক নিয়মে। কিন্তু চোখে লাগছে অনেকের এই যা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’-এর ট্রেলার। যা রিলিজের সঙ্গে সঙ্গে তৈরি করেছে বিতর্কে।

অনেকে প্রশ্ন তুলছেন, ‘এটা কি সেক্স ওয়েব সিরিজ।” যদিও অনেক আগে এর উত্তর দিয়ে রেখেছিলেন ছবির কলাকুশলীরা। তাঁদের কথায়’, চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনও সেক্স ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি।” শরৎচন্দ্রের এ গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনি দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণময়ি। এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথায় নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা দু’মলাট থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়।
যেখানে অভিনয় করছেন, সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরও অনেকে।
শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’ নিয়ে ওয়েবের পর্দায় আসছেন দেবালয়। পরিচালক জানাচ্ছেন, ‘আমার এই গল্প শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ অবলম্বনে তৈরি। এত বছর ধরে এত গুরুত্বপূর্ণ একটা লেখে রয়েছে। কিন্তু এটা নিয়ে বাংলায় কোনও ছবি হয়নি।


মেয়েদের দেহে যেসব পরিবর্তন আসে সতীত্ব হারানোর পর !