সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় সুসংবাদ পেলেন মাশরাফি
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জেতা বাংলাদেশ আজ জিততে পারলে সিরিজ জিতে যাবে। এমন একটা ম্যাচ খেলতে নামার আগে বড়সড় একটা সুখবরই পেয়ে গেল বাংলাদেশ। দীর্ঘদিন পর জাতীয় দলে খেলতে আসা আন্দ্রে রাসেল আবারও চোটে পড়েছেন। চোটের কারণে আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না ক্যারিবিয়ান অলাউন্ডার।
রাসেলের মতো একজন প্রতিপক্ষ দলে না থাকাটা যে কারো জন্যই খুশির খবর। বাংলাদেশের জন্য তো অবশ্যই। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে বড় ক্ষমতা আছে রাসেলের। তাছাড়া বোলিংয়েও যথেষ্ট কার্যকরী এই অলরাউন্ডার।