মেসিকে পেলেই বার্সাকে ক্ষমা করবে রোমা
ওভাবে মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়াটা এখনো মানতে পারছে না রোমা। ম্যালকমকে যেভাবে ছিনতাই করে নিয় গেল বার্সেলোনা, সেটার বিরুদ্ধে রোমা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে। রোমার প্রেসিডেন্ট জেমস পালোত্তা একট খোঁচা দিয়েই বলেছেন, মেসিকে পেলেই শুধু তারা এই ক্ষোভটা ঝেড়ে ফেলতে পারে।
রোমে আসছেন ম্যালকম, এমন সবকিছু ঠিকঠাক ছিল। বোর্দোর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত, শুধু শেষ সময়ের আনুষ্ঠানিকতা বাকি। বিমানবন্দরে এমনকি অপেক্ষাও করছিলেন রোমার সমর্থকেরা। কিন্তু শেষ মুহূর্তে বার্সা প্রস্তাব দিয়ে বসে, রোমাও পালটা প্রস্তাব দিলেও বোর্দো ঝুঁকে পড়ে কাতালান ক্লাবের দিকে। ২৪ ঘন্টার মধ্যে ম্যালকম হয়ে যান বার্সার।
রোমার প্রেসিডেন্ট বলছেন, কাজটা শুধু অনৈতিক নয়, অবৈধও। দাবি করেছেন,
বার্সার পক্ষ থেকে তাঁর কাছে ফোন করে ক্ষমাও চাওয়া হয়েছে। তবে তিনি সেই
ক্ষমা মেনে নেননি। একটা শর্তেই শুধু মেনে নিতে পারেন, সেটাও জানিয়েছেন,
‘একটা হতে পারে ওরা যদি ম্যালকমকে আবার ফেরত পাঠায়, তাহলে এটা আমি ভুলে
যাব। কিন্তু এটা হবে না। অথবা হতে পারে, যদি ওরা মেসিকে আমাদের কাছে পাঠিয়ে
দেয়।’ শেষের সম্ভাবনাও নেই, সেটা রোমা প্রেসিডেন্ট জানেন ভালোমতোই। তবে
কতটা খেপে আছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন।
প্রশ্ন উঠেছে, রোমার পসঙ্গে তো বোর্দোর কোনো লিখিত চুক্তি হয়নি, তাহলে
চুক্তিতে সমস্যা কোথায়? রোমার স্পোর্টিং ডিরেক্টর মঙ্কিও স্বীকার করেছেন,
লিখিত কোনো কিছু না করে রাখাটা ভুল ছিল তাদের। তবে রোমার প্রেসিডেন্ট
বলছেন, মুখের কথাবার্তা চূড়ান্তই হয়ে গিয়েছিল। আর ম্যালকম বোর্দো থেকে
রোমাতে না আসলে কাগজে কলমে কিছু করো সম্ভব ছিল না। দলবদলের বাজারে ‘এই
জেন্টলসম্যান অ্যাগ্রিমেন্টকে’ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বার্সা সেই রীতিটা
মানেনি বলেই বেশি খেপেছেন তিনি।
পালোত্তা মনে করিয়ে দিয়েছেন, গত কয়েক বছরে দলবদল নিয়ে বার্সা বার বার
এমন বিতর্কে পড়েছে। তবে ‘প্রতিশোধ’ নেওয়ার একটা সুযোগ শিগগিরই পাচ্ছে রোমা।
১ আগস্ট যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতিতে তারা মুখোমুখি হবে
বার্সার।